Dark
Light
Today: October 16, 2025
October 19, 2025
7 mins read

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল সড়ক, লাখো মানুষের অংশগ্রহণ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক বিক্ষোভ। ‘নো কিংস’ শিরোনামে আয়োজিত এই আন্দোলনে নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত লাখো মানুষ রাস্তায় নেমে আসেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পবিরোধী এই বিক্ষোভ সাম্প্রতিক সময়ের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই জনস্রোতে রূপ নেয়।

নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসসহ দেশজুড়ে লাখো মানুষ ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে রাস্তায় নামেন। নিউইয়র্কের টাইমস স্কয়ারে সকালেই হাজারো মানুষ সমবেত হন; রাস্তাঘাট ও সাবওয়ের প্রবেশপথ ভরে যায় বিক্ষোভকারীদের ঢলে। অনেকের হাতে দেখা যায় নানা প্ল্যাকার্ড—যার মধ্যে লেখা ছিল, “গণতন্ত্র, রাজতন্ত্র নয়” এবং “সংবিধান কোনো বিকল্প নয়”।

বিক্ষোভ শুরুর আগে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছিলেন, এসব প্রতিবাদ-বিক্ষোভে বামপন্থি ‘অ্যান্টিফা’ যুক্ত। এমনকি তারা এ বিক্ষোভকে ‘হেইট আমেরিকা র‍্যালি’ বলেও আখ্যা দেন।
তবে আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, সারাদিনের সব কর্মসূচিই ছিল শান্তিপূর্ণ। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘নো কিংস’ আন্দোলনের মূল নীতি হলো অহিংসা এবং অংশগ্রহণকারীদের সম্ভাব্য সংঘাত এড়ানো।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানায়, শহরে এক লাখেরও বেশি মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেন এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। টাইমস স্কোয়ারের এক পুলিশ সদস্যের হিসাবে, অন্তত ২০ হাজার মানুষ সেভেন্থ অ্যাভিনিউতে মিছিল করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া লেখক ও সম্পাদক বেথ জাসলফ বলেন, ট্রাম্প প্রশাসনের স্বৈরাচারী প্রবণতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। আমি নিউইয়র্ককে ভালোবাসি। এত মানুষের সঙ্গে এখানে থাকতে পেরে ভালো বোধ করছি।

বিবিসি বলছে, ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকেই নির্বাহী ক্ষমতা চর্চায় ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দিয়েছেন, ফেডারেল প্রশাসনের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছেন, অন্য দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন এবং গভর্নরদের আপত্তি সত্ত্বেও বিভিন্ন অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।

ট্রাম্পের দাবি, তার এসব পদক্ষেপ দেশকে পুনর্গঠনের জন্য জরুরি। তিনি একনায়ক বা ফ্যাসিস্ট হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ‘উন্মাদ দাবি’। তবে সমালোচকদের মতে, তার কিছু পদক্ষেপ সংবিধানবিরোধী এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি।

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ হুমকিতে

Next Story

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির বক্তব্য

Previous Story

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ হুমকিতে

Next Story

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির বক্তব্য

Latest from Blog

বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া পাকিস্তানে সম্মাননা অর্জন করেছেন

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া পাকিস্তান সামরিক একাডেমি (পিএমএ) থেকে প্রশিক্ষণ শেষ করে সম্মানজনক কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল অর্জন করেছেন। প্রশিক্ষণে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির তার

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির বক্তব্য

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি আরও বলেন, সরকারও স্পষ্ট করেছে যে দলটির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সম্পন্ন

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ হুমকিতে

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করে অনেক বিদেশি শিক্ষার্থী অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেইনিং (ওপিটি) প্রোগ্রামের মাধ্যমে এফ-১ স্টুডেন্ট ভিসা থেকে এইচ-১বি ওয়ার্ক ভিসা-তে রূপান্তর করে পেশাগত জীবন শুরু করেন। তবে এখন সেই সুযোগ বড় ধরনের

ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, ক্ষয়ক্ষতি বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের (প্রায় ১০ হাজার কোটি টাকা) বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি)

বন্দরে ১২০০ টন মালবোঝাই জাহাজ ডুবেছে

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন পণ্যবাহী একটি জাহাজ ডুবে গেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানার কাছে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জাহাজটি প্রায় সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায়। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যানেলে
Go toTop

Don't Miss

বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া পাকিস্তানে সম্মাননা অর্জন করেছেন

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া পাকিস্তান সামরিক একাডেমি (পিএমএ) থেকে

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির বক্তব্য

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে