রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের (প্রায় ১০ হাজার কোটি টাকা) বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমন আশঙ্কা ব্যক্ত করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি জানান, আগুনে একটি এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।
এভিয়েশন বিশেষজ্ঞরাও মনে করছেন, ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণেই এত বড় ক্ষতি হয়েছে। তাদের প্রাথমিক ধারণা, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি টাকারও বেশি হতে পারে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির সদস্যরাও অভিযানে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের অপেক্ষায় থাকা উড়োজাহাজগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়। উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকামুখী আটটি ফ্লাইট চট্টগ্রাম ও একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।