Dark
Light
Today: October 16, 2025
October 17, 2025
8 mins read

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত ছিল এনসিপি ও চার বাম দল

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত থাকলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেখানে অনুপস্থিত ছিল।

বাম ধারার চারটি রাজনৈতিক দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ—অনুষ্ঠানে যোগ দেয়নি।

আজ শুক্রবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছান।

অনুষ্ঠানস্থলে আগে থেকেই উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অতিথিরা। কিন্তু সেখানে এনসিপি ও চারটি বাম রাজনৈতিক দলের নেতাদের দেখা যায়নি।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিকেল পৌনে ৫টার দিকে প্রথম আলোকে বলেন, এনসিপির কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। না যাওয়ার কারণ আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

এনসিপি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদে স্বাক্ষর করবে না।

আজ দুপুরে রাজধানীর ইস্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে।

জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে সনদে সই করবে না বলে গতকাল জানিয়েছিল বাম ধারার চারটি দল।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির আজ বিকেল পাঁচটায় প্রথম আলোকে বলেন, সিপিবিসহ চার বাম দলের নেতাদের কেউ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি। তিনি বলেন, ‘আমরা কালই (বৃহস্পতিবার) আমাদের অবস্থান জানিয়েছি।’

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন।

প্রথম পর্বে ৩৩টি ও দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। জাতীয় পার্টিকে এই আলোচনায় রাখা হয়নি। দলটিকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ গতকাল জানিয়েছেন, কোনো দল চাইলে পরেও সনদে সই করতে পারবে।

আজ বিকেল চারটায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তার আগে বেলা ১টার দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে একদল লোক অনুষ্ঠানস্থলে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়।

এরপর পুলিশ ও ‘জুলাই যোদ্ধাদের’ মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

পুলিশ–জুলাই যোদ্ধা সংঘর্ষে উত্তেজনা, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড

Next Story

“নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো”—প্রধান উপদেষ্টা

Previous Story

পুলিশ–জুলাই যোদ্ধা সংঘর্ষে উত্তেজনা, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড

Next Story

“নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো”—প্রধান উপদেষ্টা

Latest from Blog

নাহিদের আহ্বান সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে”—এই বক্তব্যের প্রতিক্রিয়ায়

আইনি ভিত্তিহীন জুলাই সনদ স্বাক্ষরকে প্রহসন ও প্রতারণা বলেছেন নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা এবং এটি জুলাই চেতনার সঙ্গে প্রতারণার শামিল।শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যে স্থান থেকে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর বিমানবন্দরের কার্গো টার্মিনাল এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মার্কিন সীমান্তে আটক বাংলাদেশিকে কেন্দ্র করে কর্তৃপক্ষের সমস্যায় পড়া

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) কানাডায় আশ্রয়প্রার্থী এক বাংলাদেশিকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেছে। কানাডিয়ান প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত তরুণের নাম মাহিন শাহরিয়ার। মাহিন ২০১৯ সাল থেকে কানাডায় বসবাস করছেন। তবে

মিশিগানে বিমান দুর্ঘটনা, সব যাত্রী নিহত

মিশিগানের বাথ টাউনশিপে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা তিনজন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে ক্লার্ক ও পিকক রোড সংযোগস্থলের কাছে,
Go toTop

Don't Miss

নাহিদের আহ্বান সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন

আইনি ভিত্তিহীন জুলাই সনদ স্বাক্ষরকে প্রহসন ও প্রতারণা বলেছেন নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তি