Dark
Light
Today: October 16, 2025
October 17, 2025
3 mins read

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না এনসিপি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির মতে, আসন্ন স্বাক্ষর অনুষ্ঠান কোনো আইনি বৈধতা তৈরি করবে না; বরং এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দলটি বহুবার স্পষ্টভাবে জানিয়েছে—সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে এমন উদ্যোগ ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো একপাক্ষিক দলিলে পরিণত হতে পারে।

তবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঐকমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, এনসিপি পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে তারা পরবর্তীতে স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। তার কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠানটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানাল আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে সামনের সারিতে থাকা ছাত্র-তরুণ নেতৃত্বাধীন দল এনসিপি।

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

ট্রাম্পের হুমকি: হামাসকে ধ্বংস করা হবে।

Next Story

নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে বিজ্ঞাপন বন্ধ হচ্ছে

Previous Story

ট্রাম্পের হুমকি: হামাসকে ধ্বংস করা হবে।

Next Story

নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে বিজ্ঞাপন বন্ধ হচ্ছে

Latest from Blog

ডাকসু, জাকসু ও চাকসুর পর রাকসুতেও শিবিরের বিজয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান (জাহিদ) এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয় হয়েছে। ৩ দশকেরও

ওয়াশিংটনে ইউএস চেম্বারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদল

ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে ১৩ অক্টোবর সকাল ৯টায়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে

নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে বিজ্ঞাপন বন্ধ হচ্ছে

নিউইয়র্কের সবচেয়ে ব্যস্ত ট্রানজিট হাব গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন—যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ ট্রেনে ওঠানামা করেন। সাধারণত ঝলমলে বিজ্ঞাপনে ভরা থাকে স্টেশনের প্রতিটি দেয়াল। কিন্তু এবার সেই দৃশ্য বদলে গেছে পুরোপুরি। বিশাল এই স্টেশন

ট্রাম্পের হুমকি: হামাসকে ধ্বংস করা হবে।

ট্রাম্প বললেন — হামাস গাজায় যদি আবার গ্যাং ও ইসরায়েলি সহযোগীদের টার্গেট করে হামলা চালায়, তাহলে তিনি হামাসকে নিশংস করে দেওয়ার পক্ষে সওয়াল করবেন। কাতারের আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

শুক্রবার স্বাক্ষরিত হচ্ছে জুলাই জাতীয় সনদ, কী থাকছে খসড়ায়

বহুল প্রত্যাশিত ‘জাতীয় জুলাই সনদ–২০২৫’–এর স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড.
Go toTop

Don't Miss

ডাকসু, জাকসু ও চাকসুর পর রাকসুতেও শিবিরের বিজয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির

ওয়াশিংটনে ইউএস চেম্বারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদল

ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের একটি