রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংগঠনটি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে এসব দাবি জানায় ব্লাস্ট।
বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলা হয়, অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং আহত ও নিহতদের পরিবারকে জাতীয় আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে।
ব্লাস্ট আরও উল্লেখ করে, বেইলি রোডের অগ্নিকাণ্ড (২০২৪) ও সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডের (২০২১) মতো ঘটনার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা, জবাবদিহিতার অভাব ও কার্যকর ব্যবস্থার ব্যর্থতার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
কয়েকটি দাবি জানিয়ে ব্লাস্ট বলেছে, অগ্নিকাণ্ডের কারণ দ্রুত ও স্বচ্ছভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্থ শ্রমিক ও পরিবারের জন্য আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং এ বিষয়ে সরকারের তদারকি বাড়ানো জরুরি। আহতদের চিকিত্সা নিশ্চিতের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে ব্লাস্ট প্রস্তুত বলেও জানানো হয়।
এছাড়া বিপজ্জনক রাসায়নিক পদার্থের অনিরাপদ সংরক্ষণ বন্ধে কঠোর নিরাপত্তা বিধি বাস্তবায়ন, রাসায়নিক শিল্প ও গুদামগুলোতে নিয়মিত ঝুঁকি মূল্যায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির দ্রুত মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।