দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজলের বাসায় অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোববার (১২ অক্টোবর) দুপুরে হাজারীবাগের বাসায় ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের অধীনস্থ সাইন্সল্যাব আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
অভিযানে সংশ্লিষ্ট এক সেনা কর্মকর্তা জানান, ৫ আগস্টের পর থেকে কাজল পলাতক রয়েছেন। উদ্ধার করা শটগানটি তার দেহরক্ষী চাঁদাবাজি, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন।
অভিযান শেষে অস্ত্রটি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ২ নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তাররা রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অংশগ্রহণ ও অর্থায়নে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়
রোববার এ তথ্য জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তাররা হলেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫), সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০) এবং আওয়ামী লীগের সংগঠক অংশগ্রহণকারী মো. মিরাজ হোসেন (২৬)।
গ্রেপ্তারদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।