নিউইয়র্ক সিটির স্কুল বাস ব্যবস্থাপনা উন্নয়নে গঠিত বিশেষ কমিশনের চেয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শামসুল হক। সিটির এডুকেশনাল পলিসি প্যানেলের চেয়ারম্যান গ্রেগ ফকলনার গত ২ অক্টোবর এ নিয়োগ দেন।
শামসুল হক বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট।
নতুন কমিশনটি স্কুল বাসের বিলম্ব, ত্রুটি ও শিক্ষার্থীদের যাতায়াতসংক্রান্ত নানা সমস্যা শনাক্ত করে সমাধানের জন্য কাজ করবে এবং ডিপার্টমেন্ট অব এডুকেশন ও এডুকেশনাল পলিসি প্যানেলকে প্রয়োজনীয় সুপারিশ দেবে।
দায়িত্ব পাওয়ার পর শামসুল হক বলেন, “আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সময়নিষ্ঠ ও নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।”
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে বর্তমানে প্রায় ১০ হাজার বাস শিক্ষার্থীদের প্রতিদিন বাড়ি থেকে স্কুলে আনা-নেওয়ার কাজ করছে। শামসুল হক এর আগে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।