যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে গাজায় তার শান্তি প্রস্তাব মেনে নিতে আগামী রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছেন এবং না মানলে ভয়াবহ ফলাফলের হুঁশিয়ারি দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘ফিলিস্তিনি গোষ্ঠীটি রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াশিংটনে উপস্থাপিত ২০ দফার গাজার পরিকল্পনার ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে।’ তিনি বলেন, যদি এই চুক্তি না হয় তবে হামাসের বিরুদ্ধে এমন নরক নেমে আসবে যা আগে কেউ দেখেনি; মধ্যপ্রাচ্যে শান্তি একভাবে না হলে অন্যভাবে আসবেই।
পোস্টে ট্রাম্প বারবার হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাসের সদস্যরা গাজা উপত্যকায় ফাঁদে আটকা পড়েছে এবং তারা শুধু তার নির্দেশ ‘যাও’ শুনার অপেক্ষায়—এতে তাদের জীবন দ্রুত বিলীন হয়ে যাবে। তিনি আরও বলেন, ‘আমরা জানি তোমরা কে এবং কোথায়। তোমাদের খুঁজে বের করে হত্যা করা হবে। আমি অনুরোধ করছি, সব নিরীহ ফিলিস্তিনি অনতিবিলম্বে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা থেকে গাজার নিরাপদ অঞ্চলে চলে যান। যারা সাহায্যের জন্য অপেক্ষা করছেন, তাদের সবারই যত্ন নেওয়া হবে।’
এদিকে, হামাস রাজনৈতিক ব্যুরোর কর্মকর্তা মোহাম্মদ নাজ্জাল আল-জারাহ জানিয়েছেন যে ফিলিস্তিনি গোষ্ঠী শিগগিরই মার্কিন প্রস্তাব সম্পর্কে তাদের অবস্থান ঘোষণা করবে। তিনি বলেন, ‘হামাসের প্রতিরোধ প্রতিনিধিত্বের ভিত্তিতে তাদের মতামত প্রকাশের অধিকার আছে এবং সিদ্ধান্তটি ফিলিস্তিনি জনগণের স্বার্থে হতে হবে।’