বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিউইয়র্কে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত ২৬ সেপ্টেম্বর কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) এ আয়োজন করে। এস্টোরিয়ার ওয়ার্ল্ড মেনর হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর সমাগম ঘটে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোবার সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান। এতে বক্তব্য রাখেন ড. মীর শওকত আলী, ড. নকিবুর রহমান, সাংবাদিক কাজী শামসুল আলম, স্পোর্টস অ্যালায়েন্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনির আহমেদ, আমেরিকার খেলাফত মজলিসের সভাপতি মুফতি লুৎফর রহমান কাশেমি, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি আলমগীর, হাজি মফিজুল ইসলাম ও আইনজীবী মশিউর রহমানসহ অনেকে।
ডা. তাহের তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত আপোষহীন। স্বাধীনতা অর্জিত হলেও এর সুফল জনগণ পায়নি। নেতৃত্বের সীমাবদ্ধতার কারণে এ বঞ্চনা তৈরি হয়েছে। তবে জুলাইয়ের পরিবর্তনের পর সেই সুযোগ এসেছে। জনগণ পরিবর্তন চায়, সংস্কার চায়, কিন্তু হাসিনা ধাঁচের নির্বাচন চায় না। যদি কারচুপির নির্বাচন হয়, জনগণ আবারও রাজপথে নামবে। রাজনৈতিক নেতারা বিষয়টি না বুঝলে বড় মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে মুসলিম বা অমুসলিম—সব দেশেরই সম্পর্ক থাকবে। তবে তা হবে বন্ধুত্বের ভিত্তিতে, প্রভুত্বের নয়। সময় ও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। মালদ্বীপ যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও পারবে।
এসময় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সারওয়ারের ভূমিকার প্রশংসা করে ডা. তাহের বলেন, তাদের ধন্যবাদ জানানোই যথেষ্ট নয়। তারা কোনো প্রাপ্তির আশায় নয়, দেশের জন্যই কাজ করেছেন।