মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধে দেওয়া ২০ দফা প্রস্তাবকে সরাসরি ‘হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ওই প্রস্তাবটি কোনো প্রকৃত শান্তি প্রস্তাব নয়—বরং এতে বলা হয়েছে হামাসকে চার দিনের মধ্যে মেনে নিতে হবে, নইলে গণহত্যা আরও ভয়াবহ হবে। মাহাথিরের ভাষায়, এই প্রস্তাবটি ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ রচনা, যার লক্ষ্য ফিলিস্তিনিদের আত্মসমর্পণের মাধ্যমে ইসরায়েলের দখলের রূপরেখা কার্যকর করা।
তিনি আরও বলেন, গাজার সংঘাতের ফলে ইতিমধ্যেই ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; এখন যদি আত্মসমর্পণের কথা বলা হয়, তাহলে তাদের জীবনের ত্যাগ ও গাজার ধ্বংস যেন বৃথাই হয়ে যাবে। ট্রাম্পকে তিনি শান্তির দূত হিসেবে দেখেন না—বরং বলছেন, তিনি চাপ ও হুমকি প্রয়োগ করে সমাধান চাপিয়ে দেওয়ার অভ্যাসী। মাহাথির মন্তব্য করেছেন, ট্রাম্প ইউক্রেন–রাশিয়া সংঘাতেই সফল হননি এবং তার আশঙ্কা, হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে গাজায় গণহত্যা আরও তীব্র হবে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরো সমর্থন দেবে।