নিউইয়র্কে বুধবার (১ অক্টোবর) সকাল স্থানীয় সময় আনুমানিক ৮টা ১৩ মিনিটে একটি ২০ তলা আবাসিক ভবনের অংশ বিশেষ ধসে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে উদ্ধার অভিযান শুরু করে।
সিবিএস নিউজকে এনওয়াইসির এক কর্মকর্তা জানান, মট হেভেন এলাকায় অবস্থিত ভবনটির চিমনি-সংলগ্ন অংশ ভেঙে পড়ে। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) আকাশ থেকে তোলা যে ছবি প্রকাশ করেছে, তাতে ভবনের পাশের একটি বড় অংশ অনুপস্থিত দেখা যায়।
ফায়ার বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, একটি বড় আকারের জরুরি অভিযান পরিচালিত হচ্ছে। ভবনের কাঠামো মূল্যায়ন এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
ভবনটি মট হেভেনের আলেকজান্ডার অ্যাভিনিউ এবং ইস্ট ১৩৫তম স্ট্রিটের সংলগ্ন এলাকায় অবস্থিত। এফডিএনওয়াই জানিয়েছে, ধসটি মূলত ভবনের ইনসিনেরেটর শ্যাফ্টকে কেন্দ্র করে ঘটেছে। তবে কাঠামোগত দুর্বলতার সঠিক কারণ এখনও তদন্তাধীন।
এখন পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মেলেনি। তবে সতর্কতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং এখনো পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।