আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হলে শহরটিকে ফেডারেল সহায়তা থেকে বঞ্চিত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প লিখেছেন, মামদানির সঙ্গে ওয়াশিংটনের এমন সংঘাত হবে, যা নিউইয়র্কের ইতিহাসে কোনো মেয়র আগে কখনো মুখোমুখি হননি।
মামদানিকে দীর্ঘদিন ধরেই ‘স্বঘোষিত কমিউনিস্ট’ আখ্যা দিয়ে আসছেন ট্রাম্প। তবে মামদানি নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেন।
ট্রাম্প দাবি করেন, মামদানি ফেডারেল অর্থের ওপর নির্ভর করে তার ‘ভুয়া কমিউনিস্ট প্রতিশ্রুতি’ বাস্তবায়নের চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব সহায়তা পাবেন না। এমনকি ট্রাম্পের মতে, মামদানির মেয়র হওয়া রিপাবলিকান পার্টির জন্য একটি বড় ইতিবাচক ঘটনা হয়ে উঠবে।
অন্যদিকে, রোববার ডেমোক্রেসি নাউ-কে দেওয়া সাক্ষাৎকারে মামদানি অভিযোগ করেন, নির্বাচনে হস্তক্ষেপ করে ট্রাম্প তার পছন্দের অনুগত প্রার্থীকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। তিনি বলেন, ট্রাম্প যাদের সমর্থন দিচ্ছেন, তারা নিউইয়র্কবাসীর স্বার্থের বদলে প্রেসিডেন্টের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন।
মামদানির ভাষ্য, ট্রাম্প অ্যান্ড্রু কুওমোকে সুযোগ করে দিতে চাইছেন, কারণ কুওমো তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহায়ক হবেন। তিনি আরও বলেন, তার প্রচারণা অন্যদের থেকে ভিন্ন—কারণ তিনি ট্রাম্পের সমর্থন বা ধনী দাতাদের অর্থের ওপর নির্ভর করেন না।
এদিকে, বর্তমান ট্রাম্প-ঘনিষ্ঠ মেয়র এরিক অ্যাডামস রোববার আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।
নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর।
বর্তমানে মামদানি জনমত জরিপে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুওমোর চেয়ে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি অ্যাডামসকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছিল, যাতে মামদানির বিপক্ষে কুওমোর জয়ের সম্ভাবনা বেড়ে যায়।