যুক্তরাষ্ট্রে গির্জার ভেতরে ভয়াবহ বন্দুক হামলায় চার জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও আটজন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীও।
রোববার (২৮ সেপ্টেম্বর) মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরের একটি চার্চে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি চালিয়ে গির্জার ভেতরে ঢুকে হামলাকারী অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালায়। এ সময় শতাধিক মানুষ প্রার্থনার প্রস্তুতিতে উপস্থিত ছিলেন। গুলির পর হামলাকারী ভবনে আগুন ধরিয়ে দেয়, এতে চার্চের ব্যাপক ক্ষতি হয়।
পুলিশ জানিয়েছে, নিহত হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি মিশিগানের বার্টনে জন্মগ্রহণ করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন মেরিন বাহিনীতে থেকে ইরাকে দায়িত্ব পালন করেন।
হামলায় ঘটনাস্থলেই চার জন নিহত হন। শুরুতে পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করলেও পরে চার্চের ভেতর আরও দু’জনের দেহ পাওয়া যায়। আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্র্যান্ড ব্ল্যাংকের পুলিশপ্রধান উইলিয়াম রেনি জানান, হামলার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই দু’জন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে স্যানফোর্ডকে গির্জার পার্কিং এলাকায় গুলি করে হত্যা করেন। তবে হামলার কারণ এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে স্যানফোর্ডের বাসস্থান ও ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র ১৪ ঘণ্টা আগে পার্শ্ববর্তী নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরের একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত ও ৫ জন আহত হন।