মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যোগ দেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তোলা তার একটি ছবি প্রেস উইং ফেসবুকে প্রকাশ করে। ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল কৃত্রিম বিতর্ক তৈরি করার চেষ্টা করছে।
এ নিয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানান।
তিনি লিখেন, “মার্কিন কর্তৃপক্ষ শুক্রবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে প্রধান উপদেষ্টা এবং তার কন্যার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার ছবি পাঠিয়েছে। সাধারণত হোয়াইট হাউস এসব ছবি রিসেপশনের কয়েক দিন পর প্রকাশ করে। তাই ২৩ সেপ্টেম্বরের অনুষ্ঠানের ছবি তিন দিন পর এসেছে।”
আরও উল্লেখ করে তিনি বলেন, “কিছু মানুষ ছবিটি নিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের জন্য আমার বার্তা হলো—আপনি যদি আবুল হয়ে থাকেন, তবে সেই দায় কর্তৃপক্ষের নয়।”
এর আগে, প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে লেখা হয়, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
গত ২৩ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এই ছবি তোলা হয়। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনে আগত বিশ্বনেতাদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভাষণ দিয়েছেন।