নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি পরিষ্কারভাবে জানিয়েছেন, বর্তমান সরকারের হাতে শাসনব্যবস্থা সংস্কারের কোনো ক্ষমতা নেই।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তরুণদের পক্ষ থেকে সরাসরি নির্বাচিত নির্বাহী কাঠামোসহ নানা সংস্কারের দাবির প্রেক্ষিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ অবস্থান তুলে ধরেন।
প্রধানমন্ত্রী কার্কি বলেন, শাসনব্যবস্থার যেকোনো পরিবর্তন কেবল সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব। তাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিশ্চিত করা। এ সময় তিনি জানান, বিদেশে কর্মরত নেপালি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও আশ্বস্ত করেন যে, তার সরকার প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা এবং প্রবাসী নেপালিদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবিগুলো পূরণে অঙ্গীকারবদ্ধ। ভাষণের শেষে প্রধানমন্ত্রী দেশের সব নাগরিককে নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নিতে উৎসাহিত করেন।