জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রথম দিনই দীর্ঘ বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) অধিবেশনে নির্ধারিত ১৫ মিনিটের পরিবর্তে প্রায় এক ঘণ্টা কথা বলেন তিনি।
বক্তব্যে জাতিসংঘকে কঠোর সমালোচনা করে ট্রাম্প অভিযোগ করেন, সংস্থাটি শক্তিশালী বিবৃতি দিলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ। বিশ্বব্যাপী যুদ্ধ থামানোর দায়িত্ব জাতিসংঘের হলেও বাস্তবে সেই কাজ তাকে নিজেকেই করতে হয়েছে বলে দাবি করেন তিনি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে বিশ্বে সাতটি যুদ্ধ বন্ধ করেছেন জানিয়ে ট্রাম্প বলেন, এর জন্য নোবেল পুরস্কার প্রাপ্য তার। তবে তার কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো যুদ্ধ বন্ধের মাধ্যমে লাখো মানুষের জীবন রক্ষা করা। তবুও জাতিসংঘ থেকে তিনি শুধু ‘খারাপ চলন্ত সিঁড়ি আর টেলিপ্রম্পটার’ পেয়েছেন বলে আক্ষেপ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, “এটি হতাশাজনক যে জাতিসংঘের বদলে এসব কাজ আমাকেই করতে হচ্ছে। যুদ্ধ বন্ধে সংস্থাটি অনেক ক্ষেত্রেই কোনো ভূমিকা রাখেনি।”
জাতিসংঘকে উদ্দেশ করে ট্রাম্প প্রশ্ন তোলেন, “তাদের প্রকৃত লক্ষ্য কী? নানা ক্ষেত্রে অবদান রাখার অপরিসীম সুযোগ থাকলেও তারা তার ধারেকাছেও পৌঁছাতে পারেনি। অধিকাংশ সময় শুধু কঠোর ভাষার বিবৃতি দিলেও সেসব বাস্তবায়নে ব্যর্থ।”