নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের হেনস্তার মুখে পড়ার পর পাল্টা স্লোগানে রাজপথ সরব করে তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
বিমানবন্দর থেকে হোটেলে ফেরার কিছুক্ষণ পরই ম্যানহাটনের হোটেলের নিচে উত্তেজনাপূর্ণ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিরোধীদের স্লোগান চোখের সামনে দেখেই সঙ্গীদের নিয়ে নিচে নেমে আসেন আখতার হোসেন। সেখানে যোগ দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাসহ আরও কয়েকজন নেতা-কর্মী।
তারা একসঙ্গে আওয়াজ তোলেন— ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘বিচার চাই, বিচার চাই শেখ হাসিনার বিচার চাই’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ফ্যাসিজম নো মোর’।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আখতার হোসেন ও তার সহযোগীরা উত্তেজনাপূর্ণ শ্লোগানে রাজপথ সরব করে তুলেছেন। এ সময় হোটেলের বিপরীতে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ কর্মীরাও পাল্টা শ্লোগান দিতে থাকেন।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) জেএফকে বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও গালিগালাজ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায়, রাজনৈতিক নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা’, ‘রাজাকার’ বলে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে থাকেন। এছাড়া অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।
একপর্যায়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।