জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর কোনো সুযোগ নেই। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নিউইয়র্কে দলের সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি গ্রহণ করে থাকে, তবে সেটি তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমরা বিএনপিকে আহ্বান জানাই—আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে দেশের পুনর্গঠনে কাজ করুন। তবেই তরুণ প্রজন্ম তাদের পাশে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, একদিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, অন্যদিকে দেশের কিছু রাজনীতিবিদ তাদের নির্বাচনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আনা বা রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। যারা এমন উদ্যোগ নেবে, জনগণ তাদের বিরুদ্ধেই অবস্থান নেবে এবং তাদের রাজনীতি বিলীন হয়ে যাবে।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “৩৬ জুলাই কিংবা ৫ আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা স্পষ্ট করে দিয়েছে—বাংলাদেশে আওয়ামী লীগ ও মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে, তার বিচার অবশ্যই হতে হবে।”
সব রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে আওয়ামী লীগ ও মুজিববাদ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচারের মাধ্যমে তাদের রাজনৈতিক পরিণতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার সব প্রচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।