Dark
Light
Today: October 16, 2025
September 22, 2025
6 mins read

প্রধান উপদেষ্টা ও মহাসচিবকে অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির র‌্যালি

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) নিউইয়র্কে পৌঁছাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের।

এ উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি প্রধান উপদেষ্টা ও মহাসচিবকে বরণ করে নিতে স্বাগত কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং পরিচালনা করেন কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান জিল্লুর। এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুক্তরাষ্ট্র জাসাস সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য সাইফুর খান হারুণ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈদেশিক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, আনোয়ার হোসেন, রিয়াজ মাহমুদ, ভিপি জসীম, বদরুল হক আজাদ, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর হাসাইন, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, দেওয়ান কাউছারসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ জানান, ২২ সেপ্টেম্বর সোমবার জেএফকে এয়ারপোর্টে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনে প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিবকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

নিউ জার্সিতে লেফটেন্যান্ট গভর্নর প্রার্থী ডেল ক্যালওয়েলের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান

Next Story

বিরোধ ভুলে অবশেষে একসঙ্গে হাত মেলালেন ট্রাম্প ও ইলন মাস্ক

Previous Story

নিউ জার্সিতে লেফটেন্যান্ট গভর্নর প্রার্থী ডেল ক্যালওয়েলের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান

Next Story

বিরোধ ভুলে অবশেষে একসঙ্গে হাত মেলালেন ট্রাম্প ও ইলন মাস্ক

Latest from Blog

তদন্ত, বিচার ও ক্ষতিপূরণ চায় ব্লাস্ট

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংগঠনটি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে ভলকার তুর্কের বক্তব্য

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু হওয়া জবাবদিহির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি প্রথমবারের মতো দেশে জোরপূর্বক গুমের

হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে

হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় কোটাের হজযাত্রী

আলি আমজদের ঘড়িঘর

সরোজ কান্তি দেওয়াঞ্জী , সিলেট শহরের কোর্ট পয়েন্টে, সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক পুরোনো সাক্ষী—আলি আমজদের ঘড়িঘর।যে ঘড়িঘর দিনের আলোয় সময় বলে, আর রাতে শহরের নিস্তব্ধতায় অতীতের গল্প শোনায়। বলা হয়,

জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ২০২৫ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক
Go toTop

Don't Miss

তদন্ত, বিচার ও ক্ষতিপূরণ চায় ব্লাস্ট

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে ভলকার তুর্কের বক্তব্য

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের সময়