জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার) নিউইয়র্কে পৌঁছাবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মহাসচিব আখতার হোসাইন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের।
এ উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি প্রধান উপদেষ্টা ও মহাসচিবকে বরণ করে নিতে স্বাগত কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং পরিচালনা করেন কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান জিল্লুর। এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুক্তরাষ্ট্র জাসাস সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য সাইফুর খান হারুণ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈদেশিক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, আনোয়ার হোসেন, রিয়াজ মাহমুদ, ভিপি জসীম, বদরুল হক আজাদ, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর হাসাইন, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, দেওয়ান কাউছারসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ জানান, ২২ সেপ্টেম্বর সোমবার জেএফকে এয়ারপোর্টে এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনে প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিবকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।