মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলেছেন। তার বক্তব্য, তিনি শুধু ভারত-পাকিস্তান নয়, আরও সাতটি সংঘাত থামিয়েছেন— আর প্রতিটির জন্য আলাদা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য।
শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, “বিশ্বমঞ্চে আমরা এমন কিছু করছি, যা আগে কখনও হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘাত থামিয়েছি।”
তিনি দাবি করেন, ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হলেও বাণিজ্য বন্ধের হুমকি দিয়েই তিনি তা ঠেকিয়েছেন। তার ভাষায়, “আমি বলেছিলাম— যদি যুদ্ধ করো, কোনো বাণিজ্য হবে না। তারা যুদ্ধ বন্ধ করল। দুই দেশের নেতাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, তবে মূলত বাণিজ্যের কারণেই সংঘাত থেমেছে।”
ট্রাম্পের দাবি, শুধু ভারত-পাকিস্তান নয়, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া ও রুয়ান্ডা-কঙ্গোর মতো একাধিক সংঘাতও তিনি শান্ত করেছেন। তার ভাষায়, “এসব যুদ্ধের অন্তত ৬০ শতাংশই বাণিজ্যের মাধ্যমে বন্ধ হয়েছে।”
নিজের সাফল্যের প্রসঙ্গে তিনি আরও বলেন, “অনেকে বলেছেন, যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারি তবে নোবেল শান্তি পুরস্কার পাব। কিন্তু আমি তো এরই মধ্যে সাতটি যুদ্ধ থামিয়েছি। প্রতিটি যুদ্ধের জন্য আলাদা নোবেল পাওয়া উচিত।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় প্রথমে ভেবেছিলেন সহজেই সমাধান করতে পারবেন। যদিও পরে হতাশ হয়েছেন, তবুও শেষ পর্যন্ত এ সংঘাতও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।