যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় ২১ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে পারে তাঁর প্রশাসন। গত জুলাইয়ে স্টারমার জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসবে।
সরকারি সূত্রের দাবি, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্ত মানতে ব্যর্থ হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনে কোনো সমঝোতায় না পৌঁছায়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এই অবস্থান পরিবর্তনের কারণে ইসরায়েল কঠোর সমালোচনা করেছে। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের পরিবার ও কয়েকজন রক্ষণশীল নেতাও এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সমান” বলে অভিহিত করেছেন। অন্যদিকে, ব্রিটিশ সরকারের মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার পরিস্থিতি ভয়াবহভাবে অবনতি ঘটেছে। গাজায় দুর্ভিক্ষ ও সহিংসতার চিত্র তুলে ধরে স্টারমার একে “অসহনীয়” হিসেবে উল্লেখ করেছেন।
শুধু যুক্তরাজ্য নয়, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।