লস অ্যাঞ্জেলেস ও রাজধানী ওয়াশিংটন ডিসির পর এবার টেনেসির মেমফিস শহরেও জাতীয় সুরক্ষাবাহিনী (ন্যাশনাল গার্ড) মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দেশে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেসে একইভাবে বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি জানান, শিগগিরই শিকাগোসহ অন্যান্য শহরেও একই ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের ভাষায়, “আমার ধারণা এরপর শিকাগো, তারপর সেন্ট লুইস এবং নিউ অরলিয়ন্সেও বাহিনী যাবে।”
উল্লেখ্য, ট্রাম্প যেসব শহরের কথা বলেছেন, সেগুলো ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন। তাই শহরের অভ্যন্তরে ফেডারেল বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এতে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে প্রশ্ন উঠেছে।
টেনেসির রিপাবলিকান গভর্নর বিল লি-র সঙ্গে ওভাল অফিসে আলোচনার পর ট্রাম্প সিদ্ধান্ত নেন যে, এফবিআই, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং অন্যান্য ফেডারেল সংস্থার পাশাপাশি মেমফিসে মোতায়েন থাকবে ন্যাশনাল গার্ড।
ট্রাম্প আরও জানান, পুরো কার্যক্রমের তদারকির দায়িত্ব পালন করবেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।