জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছে। তার মতে, এ ধরনের দাবি শুধু অনাকাঙ্ক্ষিত নয়, বরং তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য গুরুতর হুমকি।
তিনি বলেন, অতীতে জাতীয় পার্টি দৃঢ়ভাবে জামায়াতে ইসলামীর নিষিদ্ধকরণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। অথচ আজ সেই জামায়াতই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলছে—এটি জাতির কাছে বিস্ময়কর ও দুঃখজনক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির মহাসচিবের বাসভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।