Dark
Light
Today: October 16, 2025
September 15, 2025
5 mins read

ঝটিকা মিছিলে অংশ নেওয়ার কারণে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মীকে গ্রেফতার।

শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোকসেদুর রহমান মোল্লা কিশোর (৪৭), মুন্সীগঞ্জের শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এনামুল হুদা লালু (৬০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক আব্দুল গাফফার (৫৬), লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু (৪৬), মিরপুর থানা ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলাম লিয়ন (২৪), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক ও বন ও পরিবেশ সম্পাদক নাঈম নোমান (৬০), ডেমরা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজন (৪২), ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বর (৪৩) এবং ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শিকদার সোহেল হাজারী (৩০)।

রোববার ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিবির একাধিক বিভাগ সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করে। শনিবার সন্ধ্যা থেকে রাতভর তেজগাঁও শিল্পাঞ্চল, কলাবাগান, লালবাগ, মিরপুর, পল্লবী, ডেমরা, ধানমন্ডি ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপি আরও জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিভিন্ন থানায় দায়েরকৃত মামলার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Previous Story

সাধনের স্বৈরশাসন নওগাঁয় 

Next Story

দেশত্যাগে নিষেধাজ্ঞা হাসিনাসহ ২৮৬ জনের 

Latest from Blog

বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১৫ অক্টোবর)

অর্ধশতাধিক বাংলাদেশি রাজনীতিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন সরকার মেক্সিকোর অন্তত ৫০ জন রাজনীতিক ও সরকারি কর্মকর্তার ভিসা বাতিল করেছে। রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন দুই মেক্সিকান কর্মকর্তা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মাদক চোরাচালানকারী এবং তাদের সন্দেহভাজন রাজনৈতিক সহযোগীদের বিরুদ্ধে

বাংলাদেশ পুলিশকে শান্তিরক্ষা মিশন থেকে প্রত্যাহারের নির্দেশনা

কঙ্গো শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে চলমান অর্থ সংকটের কারণে সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্তের অংশ হিসেবে এই নির্দেশ এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি

তদন্ত, বিচার ও ক্ষতিপূরণ চায় ব্লাস্ট

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংগঠনটি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে ভলকার তুর্কের বক্তব্য

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু হওয়া জবাবদিহির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি প্রথমবারের মতো দেশে জোরপূর্বক গুমের
Go toTop

Don't Miss

বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার

অর্ধশতাধিক বাংলাদেশি রাজনীতিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন সরকার মেক্সিকোর অন্তত ৫০ জন রাজনীতিক ও সরকারি কর্মকর্তার