Dark
Light
Today: October 16, 2025
September 13, 2025
9 mins read

মামদানিকে সমর্থন জানিয়ে বাংলাদেশিদের সমাবেশ

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়েছেন জোহরান মামদানি। তিনি বিশেষ করে যুবসমাজ ও উচ্চশিক্ষিত ভোটারদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৪৬% মামদানি (৩৩)-কে সমর্থন করার কথা জানিয়েছেন। এদিকে নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো (৬৭) ডেমোক্র্যাটিক মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার পক্ষে রয়েছে মাত্র ২৪% ভোটার। জরিপে আরও দেখা গেছে, রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করছেন মাত্র ১৫% এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামসের পক্ষে রয়েছে মাত্র ৯% সমর্থন।

জোহরান মামদানিকে ধরাশায়ী করতে ট্রাম্পও নানাভাবে তৎপরতা চালাচ্ছেন। এন্ড্রু কুমোর বিজয় ত্বরান্বিত করার অভিপ্রায়ে ট্রাম্প এরিক এডামসকে সৌদি আরবের রাষ্ট্রদূত করার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পের ধারণা এরিক সরে দাঁড়ালো ক্যুমোর বিজয়ের পথ সুগম হতে পারে। উল্লেখ্য, ঘুষ-দুর্নীতির মামলায় অভিযুক্ত মেয়র (ডেমক্র্যাট)এরিক এডামস ইতিমধ্যেই ট্রাম্পকে সমর্থন দিয়েছেন মামলা থেকে অব্যাহতির প্রত্যাশায়। তার সুফল এলেও পুনরায় মেয়র নির্বাচনের ময়দান থেকে সরে দাঁড়াতে সম্মত হননি। তিনিও স্বতন্ত্র প্রাথী হিসেবে মাঠে রয়েছেন। এমনি অবস্থায় ‘দ্য নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ’ চালালো এ জরিপ। নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীম্যান হিসেবে চার বছর আগে নির্বাচিত জোহরান ভারতীয় মা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার বাবা মাহমুদ মামদানির সন্তান। নিউইয়র্ক সিটিতে দক্ষিণ এশিয়ানদের রাজধানী হিসেবে পরিচিত কুইন্সের জ্যাকসন হাইটস সংলগ্ন এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটি নিয়ে গঠিত স্টেট এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৬ থেকে ২০২০ সালের নির্বাচনে বিজয়ের পর প্রবাসী বাংলাদেশীদের সাথেও সখ্যতা বাড়িয়েছেন।

বাংলাদেশি কমিউনিটি জোহরান মামদানীর পক্ষে সক্রিয় হয়ে উঠেছে। গত শনিবার নিউইয়র্ক সিটির প্রোসপেক্ট পার্কে ‘ড্রাম বীটস’ নামের একটি সংগঠনের আয়োজিত বনভোজন অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন। বৃষ্টি উপেক্ষা করে শতশত প্রবাসীর সমাবেশে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী জোহরান মামদানি নিজেও। অনুষ্ঠানে কাউন্সিলওম্যান শাহানা হানিফ সবাইকে মামদানীর বিজয়ের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান এবং প্রতিটি বাংলাদেশি ভোটারকে নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট যুদ্ধে অংশ নেওয়ার অনুরোধ করেন। উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশি কাউন্সিলওম্যান। শাহনা বলেন, জোহরানের বিজয়ে ত কঠোর পরিশ্রমী অভিবাসীগণের অধিকার ও মর্যাদা সুরক্ষিত হবে। উল্লেখ্য, এই বনভোজন আয়োজনের নেপথ্য সংগঠক ছিলেন বাংলাদেশী আমেরিকান কাজী ফৌজিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুমানী উইলিযাস, রবার্ট ক্যারল, নাজমুল হোসাইন, আব্দুর রহিম হাওলাদার, ফাহাদ সোলায়মান, জে মোল্লা সানী, মেরি জোবায়দা, ইমরান আনসারী,  মঈনউদ্দীন মাহবুব, এনায়েত মুন্সী, আকব্দুল কাদের মিয়া, বখতিয়ার উদ্দীন, আহসান হাবিব, নেসার ভূইয়া রাসেল,ইকবাল হায়দার, ও মফিজ উদ্দীন। এতে কমিউনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারিরা জড়ো হয়ে জোহরানের বিজয়ে কাজের সংকল্প ব্যক্ত করেছেন। 

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত প্রবাসীদের : সিইসি

Next Story

শাহ নেওয়াজ গ্রুপে যোগ দিলেন নতুন সদস্যরা

Previous Story

দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত প্রবাসীদের : সিইসি

Next Story

শাহ নেওয়াজ গ্রুপে যোগ দিলেন নতুন সদস্যরা

Latest from Blog

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে ভলকার তুর্কের বক্তব্য

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু হওয়া জবাবদিহির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি প্রথমবারের মতো দেশে জোরপূর্বক গুমের

হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে

হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় কোটাের হজযাত্রী

আলি আমজদের ঘড়িঘর

সরোজ কান্তি দেওয়াঞ্জী , সিলেট শহরের কোর্ট পয়েন্টে, সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক পুরোনো সাক্ষী—আলি আমজদের ঘড়িঘর।যে ঘড়িঘর দিনের আলোয় সময় বলে, আর রাতে শহরের নিস্তব্ধতায় অতীতের গল্প শোনায়। বলা হয়,

জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ২০২৫ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক

কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে জড়িত, তাদের কণ্ঠ রেকর্ডসহ প্রমাণ রয়েছে: তাহের

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা প্রশাসনে একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুগতদের বসিয়ে ‘পরিকল্পিত নির্বাচন’ আয়োজনের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেছেন, এ ষড়যন্ত্রে
Go toTop

Don't Miss

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে ভলকার তুর্কের বক্তব্য

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের সময়

হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে

হজযাত্রীদের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার