বাংলাদেশের সংগীতাঙ্গনের নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। বৃষ্টি নিয়ে বেশ কিছু গান এর আগে করেছেন তিনি। এবার নতুন করে আব্দুল ও সোহানা দম্পতির লেখা একটি বৃষ্টির গানেও কণ্ঠ দিলেন এই জনপ্রিয় শিল্পী। গানের সুর ও সংগীতায়োজন করেছেন আব্দুল, আর তার সঙ্গেই গেয়েছেন ফাহমিদা নবী। গানটি নিয়ে তিনি বলেন, “আগেও অনেক বৃষ্টির গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা এই গানটির প্রতি আমার অনুভূতি একেবারেই আলাদা। গানের কথা আর সুরের এমন নিখুঁত সমন্বয় আগে অন্য কোনো বৃষ্টির গানে পাইনি।”
গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী ও উচ্ছ্বসিত। গানটি এতোই চমৎকার যে আমরা আগামী মাসের শুরুতে সিলেটে এই গানের মিউজিক ভিডিও করতে যাচ্ছি। যেন মেঘলা আকাশ গানটির যথাযথ ভিডিও হয়। এই গানের কোনো রকম ভিডিওর পক্ষপাতি আমি নই, তাই মূলত সিলেটে যাওয়া। আশা করছি গানটি যেমন মনের মতো হয়েছে, ভিডিওটিও হবে আরও অনেক বেশি ভালোলাগার।
এদিকে গত ২৭ আগস্ট বিটিভিতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে ফাহমিদা নবীকে একটি অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করতে দেখা যায়। কিছু দিন আগে মাছরাঙা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘তোমায় গান শোনাবো’র ছয়শ’তম পর্বে সংগীত পরিবেশন করেছেন ফাহমিদা নবী। ফাহমিদা নবী সর্বশেষ আমেরিকাতে টানা সাড়ে তিন ঘণ্টার একক শোতে সংগীত পরিবেশন করেছেন।
কিছু দিন আগেও ফাহমিদা নবীর কণ্ঠে ‘বন্ধু হারিয়ে গেল’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। গানটির সুর করেছিলেন প্রয়াত বর্ণ চক্রবর্ত্তী। ফাহমিদা নবী তার নিজের সুর করা গান নিয়েও ভীষণ ব্যস্ত। একে একে তার সুর করা গানগুলোও প্রকাশ পাবে।