দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। নব্বইয়ের দশকের শুরুতে সাডেন ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে পথচলা শুরু করেছিলেন তিনি। ১৯৯২ সালে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে গান গেয়ে শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি পান এবং প্লেব্যাক গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নব্বই দশকের সেই সোনালি সময়ের কালজয়ী গানগুলোর স্মৃতিচারণ করবেন আগুন।
নব্বই দশকের কালজয়ী সব গানের গল্প নিয়ে নতুন একটি অনুষ্ঠান শুরু হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ নামের এ অনুষ্ঠান প্রচার হবে প্রতি শনিবার রাত ১২টায়। আগামীকাল শনিবার প্রচার হবে প্রথম পর্ব। এই পর্বে গল্প করবেন সংগীতশিল্পী আগুন। একই দিনে আগুনের বন্ধু জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। সালমান শাহরও প্রথম সিনেমা ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমায় গান করতে গিয়ে সালমানের সঙ্গে বন্ধুত্ব হয় আগুনের।
পরবর্তীতে সালমানের বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন আগুন। তাই দুজনের অনেক স্মৃতি রয়েছে। এ অনুষ্ঠানে গানের গল্পের পাশাপাশি সালমান শাহকে নিয়েও কথা বলেছেন আগুন। অনুষ্ঠানে সে সময়কার অনেক স্মৃতিকথা শোনা যাবে তার কাছ থেকে। বাবা প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক খান আতাউর রহমান এবং প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর কথা বলতে গিয়ে অঝোরে কাঁদেন আগুন। হুমায়ূন আহমেদের সিনেমায় গান করতে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতার বর্ণনা করেছেন। বলেছেন তার তুমুল জনপ্রিয় গান ‘আমার স্বপ্নগুলো’ সৃষ্টির গল্প। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।
আশা করি, অনুষ্ঠানটি দর্শকদের জন্য উপভোগ্য হবে।