সম্প্রতি ‘ফ্রান্সে শেখ হাসিনার মামলায় পিনাকী ভট্টাচার্য আটক’—এই দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টচেক:
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি এবং পিনাকীকেও আটক করা হয়নি। প্রকৃতপক্ষে, পুরোনো ও সম্পর্কহীন একাধিক ভিডিও সম্পাদনা ও সংযোজন করে ডিজিটালভাবে এই ভুয়া দাবি তৈরি করা হয়েছে।
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে চ্যানেল ২৪ ও সময় টিভির লোগোসহ দুটি পুরোনো সংবাদচিত্র ব্যবহার করা হয়েছে। এরপর সাংবাদিক মাসুদ কামালের বক্তব্য সংবলিত একটি ভিডিও যুক্ত করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে চ্যানেল ২৪- এর ইউটিউব চ্যানেলে গত বছরের ২৮ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা ফুটেজের মিল রয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছরের ২৮ এপ্রিল ঢাকার রমনা মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়, অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। সেই ঘটনার সংবাদ এটি।
এছাড়া, সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ফুটেজের সঙ্গে প্রচারিত ভিডিওর ফুটেজে থাকা একাধিক ব্যক্তির বক্তব্যের ফুটেজের মিল রয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২১ সালের ১০ ডিসেম্বর প্যারিসের আদালতে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন তৎকালীন ফ্রান্সে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা। সেই ঘটনার নিউজ এটি।
এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে IBTV USA নামক একটি ইউটিউব গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত মাসুদ কামালের একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা মাসুদ কামালের বক্তব্যের অংশের মিল রয়েছে।
উক্ত ভিডিওতে মাসুদ কামাল পিনাকী ভট্টাচার্যকে নিয়ে সমালোচনা করেন। তবে, ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক হয়েছেন- এমন কোনো দাবি মাসুদ কামাল তার বক্তব্যে করেননি।
এদিকে, পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলে গত ৭ অক্টোবর একটি ভিডিও প্রকাশিত হয়; যেটিতে পিনাকী ভট্টাচার্যকে বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা যায়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অনুসন্ধানে ফ্রান্সে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে শেখ হাসিনার মামলা দায়েরের কোনো প্রমাণও মেলেনি।
সুতরাং, শেখ হাসিনার কথিত মামলায় ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।