চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানি তারকা হানিয়া আমিরের বাংলাদেশ সফর ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক উচ্ছ্বাস। বিমানবন্দরে ভক্তদের ভিড়, সামাজিকমাধ্যমে আলোচনার ঝড়—সব মিলিয়ে তখন ছিল উৎসবমুখর পরিবেশ। আর এবার সেই উন্মাদনা যেন ফিরতে চলেছে আবারও। হানিয়ার পর এবার বাংলাদেশে আসছেন জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর।
সম্প্রতি নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে আহাদ রাজা মীর নিজেই এই খবরটি জানিয়েছেন। তিনি লিখেছেন, “হে বাংলাদেশ, শিগগির দেখা হবে”, সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের পতাকার ইমোজি। তবে কবে, কেন, বা কার আমন্ত্রণে তিনি আসছেন—সে বিষয়ে এখনো কিছু জানাননি এই তারকা।
পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছেও আহাদ রাজা মীর বেশ পরিচিত মুখ। বিশেষ করে তার অভিনীত জনপ্রিয় সিরিজ ‘এহদ-এ-ওয়াফা’ তাকে এখানে এনে দিয়েছে আলাদা ভক্তসমাজ।