অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ করেছেন বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, এসব উপদেষ্টা এখন নিজেদের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিটের পথ খুঁজছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানান, উপদেষ্টাদের অনেকের ওপর আস্থা রাখা ভুল ছিল। তার মতে, তখন ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা এবং সরকারে গেলে সম্মিলিতভাবে অংশ নেওয়াই সঠিক সিদ্ধান্ত হতো। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের ওপর যে বিশ্বাস রাখা হয়েছিল, সেখানে প্রতারিত হতে হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, কিছু উপদেষ্টা নিজেদের স্বার্থসিদ্ধি করেছেন অথবা গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময় এলে তাদের নামও প্রকাশ করা হবে।
নাহিদ ইসলাম বলেন, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট, এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না। এটাও সত্য রাজনৈতিক দলগুলো নানা বাধা দিয়েছে।
ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না। প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল। এমনকি এখনো মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায়। সেই ষড়যন্ত্র কিন্তু চলমান।