সুন্দরবনে ভ্রমণের সময় এক বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার সুপতি খালে এই ঘটনা ঘটে।
মৃত্যুবরণকারী পর্যটকের নাম কারমেল নোয়েলেন (৫৫), তিনি আয়ারল্যান্ডের নাগরিক।
কারমেল নোয়েলেন তাঁর স্বামীর সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসে আজ শনিবার সকালে মৃত্যু বরণ করেছেন। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সকালে খুলনা থেকে পর্যটকবাহী লঞ্চ এমভি আলাস্কায় চড়ে তাঁরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আজ সকালে লঞ্চটি কচিখালী এলাকায় অবস্থানকালে কারমেল হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অচেতন হয়ে পড়েন। লঞ্চে থাকা চিকিৎসক দ্রুত তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
খুলনা নৌ-পুলিশ অঞ্চলের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগের কারণে তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে শরণখোলার ধানসাগর নৌ-পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কারমেলের স্বামী বর্তমানে লঞ্চে রয়েছেন। তিনি কবে বাংলাদেশে এসেছেন বা তাঁর পেশা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।