লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রচারের জন্য তিনি গাদ্দাফির কাছ থেকে কয়েক মিলিয়ন ইউরো নিয়েছিলেন। এর বিনিময়ে পশ্চিমা বিশ্বে গাদ্দাফির ভাবমূর্তি পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছিলেন সারকোজি।
প্যারিসের ফৌজদারি আদালত তাকে ঘুষ ও অবৈধ প্রচার তহবিল গ্রহণের অভিযোগ থেকে খালাস দিলেও, অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করে। বিচারক নাথালি গাভারিনো রায়ে বলেন, সারকোজি তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে লিবিয়ান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে সম্মতি দিয়েছিলেন, যার উদ্দেশ্য ছিল নির্বাচনী তহবিল সংগ্রহ।
রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারকোজি বলেন, “আজকের এই রায় আইনের শাসনের জন্য অত্যন্ত গুরুতর বিষয়।” তিনি আরও জানান, “যদি আমাকে জেলে ঘুমাতে বাধ্য করা হয়, আমি জেলেই ঘুমাবো, তবে মাথা উঁচু করেই।”
সারকোজি শুরু থেকেই মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। তবে আইন অনুযায়ী আপিল চলাকালীনও তাকে কিছুদিন কারাগারে থাকতে হবে।