জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষকদের পেটানো কোনো সভ্য রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। তিনি সতর্ক করে বলেন, গ্রেপ্তার শিক্ষকদের সূর্যাস্তের আগেই মুক্তি দিতে হবে।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “শিক্ষকদের ওপর যেভাবে হামলা হয়েছে, তা লজ্জাজনক ও অমানবিক। এটি একটি অসভ্য রাষ্ট্রের আচরণ। দ্রুত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে। সরকারের বৈষম্যমূলক আচরণ আমরা মেনে নেব না।”
দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, “আপনাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”
রবিবার সকালে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন। পরে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন।
এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, “সরকার শিক্ষকদের আশা ও আকাঙ্ক্ষা পূরণের কোনো উদ্যোগ নেয়নি। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চেষ্টা নেই, বরং শিক্ষকদের অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা শিক্ষকদের ন্যায্য দাবির পাশে আছি এবং শেষ পর্যন্ত পাশে থাকব।”