নিজেদের পছন্দের প্রতীক না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
পোস্টে তিনি লিখেছেন, ‘যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক অবশ্যই শাপলা হতে হবে। অন্য কোনো বিকল্প নেই। না হলে নির্বাচন কীভাবে হয়, আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে সুবিধা ভোগ করার স্বপ্ন দেখে, সেটাও আমরাই দেখে নেব।’
আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুক পোস্টে এ ক্ষোভ জানান সারজিস আলম। এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। কারণ হিসেবে ইসি সচিব উল্লেখ করেন, প্রতীকের জন্য ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়ম হচ্ছে প্রতীক যেটা আছে, তার ভেতর থেকে একটা নিতে হবে।
এনসিপি নেতা সারজিস আলম তাঁর ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ইসি সচিব জানিয়েছেন—তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে এ প্রতীক দেওয়া সম্ভব নয়। কিন্তু এর মানে কোনো আইনগত বাধা নেই, বরং তালিকায় অন্তর্ভুক্ত না করাটাই মূল কারণ। তিনি প্রশ্ন তোলেন, এনসিপি যেদিন প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্ট জানিয়েছিল যে তারা শাপলা প্রতীক চায়। তাহলে প্রতীকটি তালিকায় যুক্ত করার দায়িত্ব কার ছিল? এত দিন কি নির্বাচন কমিশনে বসে শুধু নাটকই দেখা হয়েছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠান হয়েও তারা অন্য কারও নির্দেশে পরিচালিত হয়েছে?
ফেসবুক পোস্টে সারজিস আলম আরও জানান, সব ধরনের ‘ভণ্ডামি’ রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।