জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দলটিকে শাপলা প্রতীকই দিতে হবে; অন্যথায় ধান বা সোনালী আঁশ প্রতীক গ্রহণ করা হবে না। তিনি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী নির্বাচন কমিশনের বৈঠকের পরে এ কথা জানান।
নাসীরুদ্দীন বলেন, “শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন গ্রহণ করা হবে না। শাপলা প্রতীক পেতে আইনি বা রাজনৈতিক কোনরকম বাধা আমি দেখছি না। তবুও যদি শাপলা না দেয়া হয়, আমরা লড়াই চালিয়ে যাব।”
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন কেন শাপলা প্রতীক দিচ্ছে না সে বিষয়ে কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। তাই, কমিশনের সামনে দুই পথ রয়েছে — বা তো শাপলা প্রতীক দিতে হবে, বা দলকে ধান/সোনালী আঁশ প্রতীকই নিতে হবে; অন্যথায় এনসিপি নিবন্ধন স্বীকার করবে না। প্রয়োজনে নির্বাচন বাধাগ্রস্ত হলে তার কিছু অংশের দায় নির্বাচন কমিশনের উপরও পড়ে বলেও মন্তব্য করেন তিনি।
শাপলা পেতে গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “অধিকার নিয়ে আপস হবে না। পরিস্থিতি দীর্ঘ সময় টেনে যেতে পারে — শাপলা ছাড়া নিবন্ধনে যাব না; নিবন্ধন ছাড়া কীভাবে একটি দল নির্বাচনে অংশ নেবে?”