‘একদিনও কারাগারে যাননি, বড় কোনো মিছিল-সমাবেশও করতে পারেননি’—জি এম কাদের প্রসঙ্গে এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, যা ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিত, এবং সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচন দেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তার মতে, রাজনীতিতে যদি দম্ভ, অহংকার, প্রতিহিংসা ও হিংসার চর্চা থাকে, তবে পতন অনিবার্য।
শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন হাওলাদার।
তিনি বলেন, মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য প্রয়োজন সময়োপযোগী ও গঠনমূলক রাজনীতি। এ বি এম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, যে রাজনীতি ব্যক্তিস্বার্থমুক্ত থেকে কেবল দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে, সেই রাজনীতিই দীর্ঘস্থায়ী হবে।
জাতীয় পার্টির মহাসচিবের মতে, ডাকসু ও জাকসু নির্বাচনে মানুষের ভালোবাসাই বিজয়ী হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা সাজাতে হবে।
তার মতে, আগামী দিনে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হলে ভালোবাসাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে, কর্তৃত্ববাদ পরিহার করে দলকে তৃণমূলমুখী করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করা গেলে জাতীয় পার্টি আবারো দেশের মানুষের হৃদয়ে স্থান করে নেবে।