ক্রেমলিন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘ সাধারণ অধিবেশনে রাশিয়ার জন্য ব্যবহার করা “কাগুজে বাঘ” মন্তব্য সম্পূর্ণ ভুল; রাশিয়া সত্যিকারের ‘ভালুক’।
বিবিসির বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোর স্থানীয় রেডিওকে সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার প্রতীক হিসেবে সবসময়ই ভালুকই ব্যবহৃত হয়ে এসেছে। তিনি ট্রাম্পের মন্তব্যকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রভাব হিসেবে দেখছেন।
পেসকভ আরও বলেন, ‘রাশিয়ান সেনাদের সামনে অন্য কোনো বিকল্প নেই; তাই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানো একমাত্র পথ।’
তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস কম ব্যবহার করতে বাধ্য করার মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানি রপ্তানি বৃদ্ধি করা।
পেসকভ বলেন, ‘যুক্তরাষ্ট্র চায় বিশ্বের দেশগুলোকে বেশি দামে তাদের তেল ও তরলীকৃত গ্যাস কিনতে বাধ্য করা। জটিল কূটনৈতিক পথ এড়িয়ে এটিই তাদের সবচেয়ে সহজ কৌশল।’