মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ‘এইচ-১বি’ ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার নির্ধারণ করার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এক অদ্ভুত অনলাইন আন্দোলন—‘ক্লগ দ্য টয়লেট’ বা ‘টয়লেট আটকে দাও’ অভিযান। মূলত ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্রে ফেরা ঠেকাতে ডানপন্থী অনলাইন গোষ্ঠীগুলো এই পদক্ষেপ নিয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা ফি বৃদ্ধির ঘোষণা ভারতীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, কারণ ‘এইচ-১বি’ ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল ভারতীয়রাই।
এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু অনলাইন ফোরামের সদস্যরা বিমান সংস্থার বুকিং সিস্টেমে কৃত্রিম চাপ সৃষ্টি করে ভারতীয়দের টিকিট কেনা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। পরিকল্পনা অনুযায়ী, তারা অনলাইনে টিকিট বুকিং দিচ্ছেন কিন্তু অর্থ পরিশোধ করছেন না। এতে আসনগুলো সাময়িকভাবে সংরক্ষিত দেখাচ্ছে, ফলে অন্য যাত্রীরা টিকিট পাচ্ছেন না। একইসঙ্গে হঠাৎ করেই বেড়ে যাচ্ছে ভাড়াও।
এই অভিযানের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছে বিতর্কিত অনলাইন ফোরাম ‘4Chan’। ফোরামে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে—ভারতের যেকোনো বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে টিকিট নির্বাচন করে শুধু রিজার্ভ করতে হবে, কিন্তু টাকা পরিশোধের দরকার নেই। কারণ এয়ারলাইনগুলো অন্তত ১৫ মিনিট ওই আসন ধরে রাখে। ওই সময়সীমা শেষ হওয়ার আগেই আবার একই প্রক্রিয়া চালাতে হবে।
ফোরামের এক ব্যবহারকারী দাবি করেছেন, তিনি একাই প্রায় ১০০ আসন আটকে দিয়েছেন। পোস্টে আরও লেখা হয়—“ট্রাম্পের ঘোষণার পর ভারতীয়রা নড়েচড়ে বসেছে। যদি সত্যিই তাদের দেশে আটকে রাখতে চান, তাহলে টিকিট রিজার্ভেশন ব্যবস্থা বন্ধ করে দিন।”