যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে নতুন আইন আনার উদ্যোগ নিয়েছে। আইন কার্যকর হলে দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, ভেন্ডিং মেশিন কিংবা অনলাইন থেকে আর শিশু-কিশোররা রেড বুল, মনস্টার বা প্রাইমের মতো এনার্জি ড্রিংক কিনতে পারবে না। খবর বিবিসি।
কিছু জনপ্রিয় পানীয়তে দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন থাকে। তবে কম ক্যাফেইনযুক্ত কোমল পানীয়, যেমন ডায়েট কোক এবং চা ও কফি এই আইনের আওতায় থাকবে না।
ধারণা করা হয়, যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে প্রায় এক-তৃতীয়াংশ শিশু এ ধরনের পানীয় পান করে। যদিও বেশিরভাগ সুপারমার্কেট এরইমধ্যে অল্প বয়সীদের কাছে এনার্জি ড্রিংক বিক্রিতে স্বেচ্ছায় নিষেধাজ্ঞা জারি করেছে।
স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার এ উদ্যোগ নিচ্ছে। তরুণদের স্বাস্থ্য সুরক্ষাই এর মূল লক্ষ্য।
বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ, সাধারণ মানুষ, খুচরা বিক্রেতা ও উৎপাদকদের কাছ থেকে ১২ সপ্তাহ ধরে মতামত নেওয়া হবে।
টিভি শেফ জেমি অলিভার দীর্ঘদিন ধরেই এনার্জি ড্রিংকের ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্ক করে আসছেন। তার অভিযোগ, অনেক শিশু নাশতায় এনার্জি ড্রিংক খেয়ে স্কুলে আসে, তারপর সারাদিন অস্থির থাকে।
অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে মাথাব্যথা ও ঘুমের সমস্যা হতে পারে। অত্যধিক ক্যাফেইন দ্রুত হৃদস্পন্দন, অস্বাভাবিক হৃদস্পন্দন এবং খিঁচুনির কারণ হতে পারে। বিরল হলেও অতিরিক্ত ক্যাফেইনের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন নিরাপদ ধরা হয়, যা প্রায় চার কাপ ইনস্ট্যান্ট কফি বা পাঁচ কাপ চায়ের সমান।