ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে ফোনালাপের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এক পোস্টে তিনি লিখেছেন, “জন্মদিনে ফোন করে উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। ভারত-আমেরিকার সর্বাঙ্গীণ ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে আমি তাঁর মতোই প্রতিশ্রুতিবদ্ধ।”
মোদি আরও জানান, ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ট্রাম্পের প্রচেষ্টাকে তিনি সমর্থন করেন।
মোদি ও ট্রাম্পের ঘনিষ্ঠতা নতুন কিছু নয়। ক্ষমতায় থাকার সময়ও একাধিক আন্তর্জাতিক মঞ্চে তাঁরা একে অপরের প্রশংসা করেছেন। মোদির জন্মদিনে ট্রাম্পের এই শুভেচ্ছা ফোন আবারও তাঁদের ব্যক্তিগত সৌহার্দ্যের প্রতিফলন ঘটাল।