যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার গভীর রাতে ওয়াশিংটন কাউন্টির ছোট শহর লিল্যান্ডে এ ঘটনা ঘটে। লিল্যান্ডের মেয়র জন লি জানান, আহতদের মধ্যে অন্তত ১২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় হাইস্কুলের ফুটবল ম্যাচ শেষে বিজয়ী দলের উদ্যাপন চলাকালে হঠাৎ গুলি ছোড়া হয়। লিল্যান্ড হাইস্কুল দলটি চার্লস্টন হাইস্কুলের বিপক্ষে খেলেছিল।
রাজ্য সিনেটর ডেরিক সিমন্স জানান, খেলা শেষে আয়োজিত সমাবেশের সময় গুলিবর্ষণ ঘটে। গুরুতর আহত চারজনকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন ঘটনাটি তদন্ত করছে।
মেয়র জন লি বলেন, “নিহতদের পরিবার ও চিকিৎসাধীনদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন।”