মিশিগান: ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের ২০২৫-২০২৭ সালের নতুন কমিটির শপথ অনুষ্ঠান ৪ অক্টোবর স্থানীয় বনফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
৭ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ আওলাদ আলী, মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রশিদ, মো. আজাদ হোসেন, মুজিব আহমদ মনির ও এন ইসলাম।
অনুষ্ঠানের প্রথম পর্বে ক. ম. নজরুল ইসলাম অপুর সঞ্চালনায় এবং ময়নুল হকের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে মো. নজরুল ইসলাম শামীমকে সভাপতি ও মাশুক আহমদকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন—
সহ-সভাপতি: শেখ ইসমাইল আলী (দরাজ), ক. ম. নজরুল ইসলাম (অপু), মো. ছালিক মিয়া ও মো. আব্দুল কাদির রানা;
সহ-সাধারণ সম্পাদক: শাহ সেবুল আহমদ;
সাংগঠনিক সম্পাদক: মো. জহিরুল হক (জুনু);
সহ-সাংগঠনিক সম্পাদক: শাহ আজহার আলী;
কোষাধ্যক্ষ: মোহাম্মদ শামসুর রহমান;
সহ-কোষাধ্যক্ষ: সোহেল মিয়া;
ক্রীড়া সম্পাদক: শায়েস্তা মিয়া;
ধর্মবিষয়ক সম্পাদক: মৌলানা ইকবাল আহমদ;
মহিলা সম্পাদিকা: রুনা বেগম;
সহ-মহিলা সম্পাদিকা: লিপি বেগম;
কার্যকরী সদস্য: মো. সুরাব আলী, হাবিবুর রহমান জামিল, গৌরাঙ্গ দে, ইউসুফ খান ও মোহাম্মদ মাইকেল।
নতুন কমিটিকে শপথ পাঠ করান মো. আজাদ হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাশুক আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুজিব আহমদ মনির, সদ্য সাবেক সভাপতি মইনুল হক, নির্বাচন কমিশনার শেখ আওলাদ আলী, অ্যাডভোকেট আব্দুর রশিদ ও মো. আব্দুল কাদির রানা।
বক্তারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি বিশ্বনাথের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে সমাজের কল্যাণে কাজ করবে এবং মিশিগানে প্রবাসী সম্প্রদায়ের অবস্থান আরও শক্তিশালী করবে।
সভাপতি মো. নজরুল ইসলাম শামীম তাঁর বক্তব্যে সবার সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল খালিক, সৈয়দ সুলেমান, ফেরদৌস মিয়া, শেখ সুরক মিয়া, মো. সমুজ আলী, মোহাম্মদ সোহরাব আলী প্রমুখ।
শেষে দোয়া ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।