রোববার (১২ অক্টোবর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত ১টার দিকে শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়।
সংঘর্ষের কারণে নিউমার্কেট-নীলক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমসহ ছাত্রনেতারা।
পরিস্থিতি শান্ত করতে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, “ফুটপাত দখলকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”