সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।
তার দাবি, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন।
মঙ্গলবার সাংবাদিকদের আমিনুল হক বলেন, তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন যে তাদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে। ভোটে আর্থিক লেনদেনের অভিযোগও তুলে তিনি।
আমিনুল হক বলেন, আমার কাছে তথ্য আছে যে, আর্থিক লেনদেনও হয়েছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকেরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন। এটি তাদের হাতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে। আমি মনে করি পুরো নির্বাচন ব্যবস্থাপনা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী বা ক্রীড়া সংগঠকেরা স্বাভাবিকভাবে মেনে নেবেন না।
উল্লেখ, ‘‘পাতানো নির্বাচনের” অভিযোগ তুলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ এক ডজনেও বেশি প্রতিদ্বন্দ্বী ভোটের আগেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। তারাও নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেন। তবে শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ।