বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ছুঁয়েছেন আরেকটি ঐতিহাসিক মাইলফলক। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স ট্র্যাকার অনুযায়ী, বুধবার (পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) তার নেটওয়ার্থ দাঁড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলার— অর্থাৎ তিনি বিশ্বের প্রথম অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক।
এর আগে, গত ডিসেম্বরেই মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিলেন। বর্তমানে তিনি দ্বিতীয় স্থানে থাকা ল্যারি এলিসনের চেয়ে ১৫০ বিলিয়ন ডলার এগিয়ে আছেন এবং বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে অর্ধেক পথ পার করেছেন।
টেসলার শেয়ারের দাম বুধবার প্রায় ৪% বেড়ে তার সম্পদে যোগ করেছে আরও ৯.৩ বিলিয়ন ডলার। এর পেছনে বড় ভূমিকা ছিল এপ্রিলে মাস্কের ঘোষণা— তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)’ প্রধানের দায়িত্ব থেকে সরে এসে টেসলায় আরও সময় দেবেন। সেই আস্থার জেরে বিনিয়োগকারীরা ঝুঁকেছেন টেসলার দিকে, ফলে শেয়ারদর প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে কোম্পানির বাজারমূল্য আবার সর্বোচ্চ স্তরের কাছাকাছি, আর মাস্কের ১২% শেয়ারের বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১৯১ বিলিয়ন ডলার।
তবে এ হিসাবে ধরা হয়নি ২০১৮ সালের সিইও ক্ষতিপূরণ প্যাকেজ থেকে পাওয়া স্টক অপশনগুলো। সেগুলোর বর্তমান মূল্য হতো প্রায় ১৩৩ বিলিয়ন ডলার, যদিও এ বছর জানুয়ারিতে ডেলাওয়্যার কোর্ট সেগুলো বাতিল করেছে। আপিল প্রক্রিয়া চলমান থাকায় ফোর্বস আপাতত ওই শেয়ারগুলোর অর্ধেক মূল্য হিসাব করছে। এদিকে টেসলার বোর্ড মাস্ককে নতুন একটি রেকর্ড পে-অ্যাকেজ দেওয়ার প্রস্তাব করেছে, যা কার্যকর হলে কোম্পানি নির্ধারিত ‘মার্স-শট’ লক্ষ্য পূরণ করলে তিনি অতিরিক্ত ১ ট্রিলিয়ন ডলারের শেয়ারের মালিক হতে পারেন।
টেসলার পাশাপাশি স্পেসএক্সও তার সম্পদ বৃদ্ধির বড় উৎস। আগস্টে একটি প্রাইভেট টেন্ডারে কোম্পানির মূল্যায়ন দাঁড়ায় ৪০০ বিলিয়ন ডলার, যা গত ডিসেম্বরে ছিল ৩৫০ বিলিয়ন।
গত পাঁচ বছরে মাস্ক একের পর এক উচ্চতায় পৌঁছেছেন। ২০২০ সালের মার্চে তার নেটওয়ার্থ ছিল মাত্র ২৪.৬ বিলিয়ন ডলার। কয়েক মাসের মধ্যেই টেসলার উত্থানে তিনি ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেন। ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবার তিনি বিশ্বের শীর্ষ ধনী হন ১৯০ বিলিয়ন ডলার নিয়ে। ওই বছরের সেপ্টেম্বরে তার সম্পদ ছাড়ায় ২০০ বিলিয়ন, নভেম্বরে ৩০০ বিলিয়ন, ২০২৪ সালের ডিসেম্বরে পৌঁছান ৪০০ বিলিয়নে। আর এখন, ২০২৫ সালে ইলন মাস্ক বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ছুঁলেন অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক।