বিদেশি কোনো শক্তির সহায়তায় নয়, নিজেদের শক্তিতেই জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
৬ অক্টোবর (সোমবার) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি এ কথা জানান।
গোলাম পরওয়ার বলেন, জামায়াতকে ঘিরে কূটনৈতিকদের আগ্রহ বেড়েছে। তবে বিদেশি কারও হাত ধরে ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই।
তিনি আরও জানান, বৈঠকে ফেব্রুয়ারির সম্ভাব্য নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হয়। এ সময় জামায়াতের আমির জানান, সব রাজনৈতিক দল সংস্কারে একমত হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
এ ছাড়া বৈঠকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোয় তুরস্কের প্রেসিডেন্টের ভূমিকাকে জামায়াতের আমির প্রশংসা করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবস্থানকেও স্বাগত জানান ডা. শফিকুর রহমান।