প্রস্টেট ক্যান্সারের আক্রমণাত্মক ধরনে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন নতুন চিকিৎসা নিচ্ছেন। শনিবার (১১ অক্টোবর) তার মুখপাত্র জানান, বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরমোন চিকিৎসার আওতায় রয়েছেন।
মুখপাত্র এনবিসি নিউজকে বলেন, “প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন রেডিয়েশন থেরাপি এবং হরমোন চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা প্রক্রিয়া প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, বাইডেন এরই মধ্যে বড়ি আকারে হরমোন ওষুধ গ্রহণ শুরু করেছিলেন।
গত মে মাসে বাইডেনের ‘আক্রমণাত্মক’ প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়, যা পরবর্তীতে হাড়েও ছড়িয়ে পড়ে।
২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর জানুয়ারিতে হোয়াইট হাউস ত্যাগ করেন ডেমোক্র্যাট নেতা বাইডেন। ওই বছরের মে মাসের শেষে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অসুস্থতার কথা জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা এটিকে পরাজিত করতে পারব।”
বর্তমানে বাইডেন ডেলাওয়্যারে নিজের বাড়িতে অবস্থান করছেন। আগামী মাসে তিনি ৮৩ বছরে পদার্পণ করবেন।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর তার ত্বক থেকে ক্যান্সার কোষ অপসারণের জন্য ‘মোহস সার্জারি’ নামে পরিচিত একটি পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল।