Dark
Light
Today: October 16, 2025
October 17, 2025
4 mins read

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সংসদ ভবন প্রাঙ্গণ ছাড়ল জুলাই যোদ্ধারা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ আন্দোলনরত জুলাই যোদ্ধাদের। শুক্রবার (১৭ অক্টোবর) টানা প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তারা সরে যেতে বাধ্য হন।

সকালে ১০টার পর দাবি-দাওয়া নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। দুপুর ১টা পর্যন্ত পুলিশ আলোচনার মাধ্যমে পরিস্থিতি মীমাংসার চেষ্টা করে, কিন্তু তারা সমঝোতায় রাজি হননি।

পরবর্তীতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বেরিয়ে যাওয়ার পর আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলে পড়ে এবং খেজুরবাগান এলাকায় রাখা কয়েকটি পুলিশ গাড়ি ভাঙচুর করে। এরপর এমপি হোস্টেলের সামনে কিছু স্থাপনায় আগুন ধরিয়ে দেয় তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে ফার্মগেট ও ধানমন্ডি আড়ংয়ের দিকে ঠেলে দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

দুপুরে ঘটনাস্থলে পৌঁছান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি জুলাই যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে সনদের অঙ্গীকারনামা সংস্কারের ঘোষণা দেন।

দুপুর ২টা ৫০ মিনিটে এই বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান কালবেলাকে বলেন, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সংসদ ভবনের সামনের অংশ পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও আশপাশে তারা অবস্থান করছে। কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। আমি একটা ক্ষুদ্র অংশ দেখছি। এই ঘটনাকে কেন্দ্র করে সব সিনিয়র কর্মকর্তা মাঠে আছেন। তাই সার্বিকভাবে এখনো আমার একার পক্ষে কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

ডাকসু, জাকসু ও চাকসুর পর রাকসুতেও শিবিরের বিজয়।

Next Story

পুলিশ–জুলাই যোদ্ধা সংঘর্ষে উত্তেজনা, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড

Previous Story

ডাকসু, জাকসু ও চাকসুর পর রাকসুতেও শিবিরের বিজয়।

Next Story

পুলিশ–জুলাই যোদ্ধা সংঘর্ষে উত্তেজনা, ছোড়া হয় সাউন্ড গ্রেনেড

Latest from Blog

মার্কিন সীমান্তে আটক বাংলাদেশিকে কেন্দ্র করে কর্তৃপক্ষের সমস্যায় পড়া

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) কানাডায় আশ্রয়প্রার্থী এক বাংলাদেশিকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেছে। কানাডিয়ান প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত তরুণের নাম মাহিন শাহরিয়ার। মাহিন ২০১৯ সাল থেকে কানাডায় বসবাস করছেন। তবে

মিশিগানে বিমান দুর্ঘটনা, সব যাত্রী নিহত

মিশিগানের বাথ টাউনশিপে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা তিনজন আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে ক্লার্ক ও পিকক রোড সংযোগস্থলের কাছে,

সারোয়ার বাবুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

নিউইয়র্কে বসবাসরত রিয়েল এস্টেট এজেন্ট সারোয়ার খান বাবুর বিরুদ্ধে কণ্ঠশিল্পী প্রমি তাজকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রমি নিউইয়র্ক পুলিশের (এনওয়াইপিডি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সারোয়ার খান বাবুকে আটকের

প্রবাসীদের ভোটার আইডির নামে প্রতারণা

ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্র নিয়ে প্রবাসীদের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। সরকারের ঘোষণায় আশার বাণী শোনানো হলেও বাস্তবে তা এখন ‘মূলা ঝুলানো’ই রয়ে গেছে। যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ১০ ভাগও

তিস্তাপারে জ্বলে উঠল বিশাল মশাল

অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়ায় তিস্তা রক্ষা আন্দোলনের উদ্যোগে তিস্তাপারে মশাল প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউনিয়া তিস্তা ব্রিজ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন
Go toTop

Don't Miss

মার্কিন সীমান্তে আটক বাংলাদেশিকে কেন্দ্র করে কর্তৃপক্ষের সমস্যায় পড়া

মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) কানাডায় আশ্রয়প্রার্থী এক বাংলাদেশিকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে

মিশিগানে বিমান দুর্ঘটনা, সব যাত্রী নিহত

মিশিগানের বাথ টাউনশিপে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় একটি ছোট বিমান