নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি মো. সজিব কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টন থানার চামেলীবাগ এলাকা থেকে ডিবি-সাইবার দক্ষিণ বিভাগের একটি দল তাকে আটক করে।
পুলিশ জানায়, সজিব রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল আয়োজনের জন্য নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।