ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা নিউইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জবাব দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো ধরনের আপোষ বা সমঝোতার প্রশ্নই আসে না। বরং তিনি শুধুই সত্য ঘটনা জনগণের সামনে উপস্থাপন করতে চান। গোলাম মর্তুজা উল্লেখ করেন, হামলার ঘটনাটি ঘটেছে নিউইয়র্ক কনসুলেটে, আর তিনি দায়িত্ব পালন করেন ওয়াশিংটন ডিসির দূতাবাসে। ঘটনার দিন তিনি অতিথি হিসেবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন এবং আয়োজনের কাজে সহায়তা করেন।
প্রেস মিনিস্টার জানান, নিউইয়র্ক কনসুলেট ইতোমধ্যে হামলার বিষয়ে বিস্তারিত লিখিত অভিযোগ, অভিযুক্তদের নাম এবং ভিডিও প্রমাণসহ নিউইয়র্ক পুলিশ ও সিক্রেট সার্ভিসের কাছে জমা দিয়েছে। একইভাবে ওয়াশিংটন দূতাবাস থেকেও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও সিক্রেট সার্ভিসকে অবহিত করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নিউইয়র্ক ডিপ্লোমেটিক সিকিউরিটি উইং, নিউইয়র্ক মেয়র অফিসসহ একাধিক সংস্থা বিষয়টি তদন্ত করছে। গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কনসুলেটকে জানানো হয়েছে যে ইতোমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়ায় এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
গোলাম মর্তুজা বলেন, তদন্ত শেষ হওয়ার পরই মামলা করার ধাপ আসবে। এখনো কোনো মামলা হয়নি, কেবল অভিযোগ জানানো হয়েছে। এটিই যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়া। তিনি স্পষ্ট করে দেন, আপোষের মাধ্যমে মামলা বন্ধ হওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তদন্তে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তদন্ত প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সময়সাপেক্ষ এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এটিকে দ্রুত করানো সম্ভব নয়। পাশাপাশি তদন্ত চলাকালে কনসুলেট বা দূতাবাসের পক্ষ থেকে প্রকাশ্যে মন্তব্য করাও শোভনীয় নয়।
প্রেস মিনিস্টার দৃঢ়ভাবে জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আপোষের প্রশ্নই আসে না। যুক্তরাষ্ট্রে তদন্তাধীন কোনো বিষয়ে তিনি বা অন্য কেউ অভিযুক্তদের সঙ্গে সমঝোতা করতে বা তদন্ত প্রভাবিত করতে পারেন না। “এটি বাংলাদেশ নয়,” মন্তব্য করেন তিনি।
গোলাম মর্তুজা আশ্বস্ত করে বলেন, তদন্ত শেষ হলে নিউইয়র্ক কনসুলেটের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কারভাবে জানানো হবে। “এখানে গোপনীয়তা বা আপোষের কোনো সুযোগ নেই,” তিনি যোগ করেন।